বালিয়াকান্দি নবাগত ইউএনও’র সাথে স্কাউটের শুভেচ্ছা বিনিময়
- প্রকাশের সময় : ০৬:২৬:৪১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / ১৩১৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা স্কাউট কমিটির উদ্যোগে নবাগত উপজেলা নির্বাহী অফিসার বেগম আম্বিয়া সুলতানাকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা স্কাউটসের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কমিশনার, বাংলাদেশ স্কাউটস কাজী এজাজ কায়সার, উপজেলা শিক্ষা অফিসার ও সহ সভাপতি, বাংলাদেশ স্কাউটস মোঃ আশরাফুল হক, বালিয়াকান্দি সরকারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউটসের সহ-সভাপতি আব্দুস সালাম, বাঁধুলী খালকুলা দাখিল মাদ্রাসার সুপার ও সহ সভাপতি, বাংলাদেশ স্কাউটস আঃ মমিন, তেঁতুলিয়া দাখিল মাদ্রাসা সুপার ও সহকারি কমিশনার, বাংলাদেশ স্কাউটস মোঃ মুরাদুল ইসলাম, বালিয়াকান্দি সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও সম্পাদক, বাংলাদেশ স্কাউটস অখিল কুমার কুন্ডু, চামটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও উপজেলা কাব স্কাউট লিডার, বাংলাদেশ স্কাউটস হরশিত ঘোষ, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ফেরদৌস খান টুটুল প্রমুখ।