রাজবাড়ীতে যৌতুক না পেয়ে স্কুলছাত্রী গৃহবধূকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন

- প্রকাশের সময় : ০৬:০৩:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২০
- / 291
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে যৌতুক না পেয়ে লিমা আক্তার মেঘলা নামের স্কুলছাত্রী গৃহবধূকে শ^াসরোধে হত্যার অভিযোগ এনে দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছেন বাবা-মা ও এলাকাবাসী। বুধবার সকালে রাজবাড়ী শহরের প্রধান সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তৃতা করেন নিহত গৃহবধূর বাবা কেরামত শেখ, মা মালেকা বেগম, এলাকাবাসী হাসমত শেখ, আলামিন শেখ, আবুল কালাম, দবির উদ্দিন প্রমুখ।
লিমার বাবা কেরামত শেখ বলেন, তার মেয়ে লিমা দৌলতদিয়া মডেল স্কুলের দশম শ্রেণির ছাত্রী ছিল। রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রমেন শেখের সাথে প্রেমের সম্পর্কের সূত্র ধরে চলতি বছরের ১০ জানুয়ারি বিয়ে হয়। বিয়ের সময় রমেনের চাহিদামত যৌতুকও দেয়া হয়। কিন্তু আরও যৌতুকের দাবিতে লিমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করতে থাকে। গত ২৮ সেপ্টেম্বর তারিখে রমেন ও তার পরিবারের লোকেরা লিমাকে শ^াসরোধে হত্যা করে আত্মহত্যা করেছে বলে প্রচারণা চালায়। এবিষয়ে গত ১৫ অক্টোবর রাজবাড়ীর আদালতে মামলা করা হয়েছে। রাজবাড়ী সদর থানায়ও একটি লিখিত এজাহার দেয়া হয়েছে।