রাজবাড়ীতে রেল লাইন থেকে শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ
- প্রকাশের সময় : ০৬:০৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / ১২৮৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী শহরের ১ নং রেলগেটের আশে পাশে অবৈধভাবে গজিয়ে ওঠা শতাধিক দোকান ও বিলবোর্ড বুধবার উচ্ছেদ করা হয়েছে।
রাজবাড়ী রেলওয়ে সূত্র জানায়, রাজবাড়ী শহরের ১ নং রেলগেট একটি ব্যস্ততম এলাকা। রেলগেট এলাকায় ফল, কাপড়, চাসহ বিভিন্ন দোকানপাট ছিল। প্রতিদিন রাজবাড়ী থেকে গোয়ালন্দ ঘাট ও রাজবাড়ী থেকে ফরিদপুর রুটে প্রতিদিন অন্ততঃ ১২ বার ট্রেন যাতায়াত করে। এছাড়া ইঞ্জিন ঘোড়াতে হয় কয়েকবার। মাঝে মধ্যে মালগাড়িও চলাচল করে। এসব দোকানপাট থাকায় ট্রেন চলাচল ব্যাহত হয়। দুর্ঘটনা ঘটনারও সম্ভাবনা রয়েছে। যেকারণে অবৈধ এসব দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।
রাজবাড়ী রেলওয়ের সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ^াস জানান, রেললাইনের পাশে অবৈধ এসব দোকানপাটের কারণে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। কিছুদিন আগেও যশোরে রেল ক্রসিংয়ের কাছে দুর্ঘটনা ঘটেছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে রেল দুর্ঘটনারোধে রাজবাড়ীতে অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে। এছাড়া জেলার প্রতিটি রেল ক্রসিংয়ের কাছে অবৈধ স্থাপনাগুলো পর্যায়ক্রমে উচ্ছেদ করা হবে।