ইলিশ রক্ষা অভিযানের প্রথম দিনে রাজবাড়ীতে ১ জেলের জরিমানা

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 06:10:13 pm, Wednesday, 14 October 2020
- / 1259 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন : প্রধান প্রজনন মৌসুমে ইলিশ মাছ রক্ষা অভিযানের প্রথম দিন বুধবার রাজবাড়ীতে নারায়ণ হালদার নামে এক জেলেকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় তার কাছ থেকে ১০ কেজি মাছও জব্দ করা হয়। রাজবাড়ীর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার সাইফুল হুদা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত জেলের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়রেনর হাটবাড়িয়া গ্রামে।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল জানান, বুধবার সকাল থেকে বিভিন্ন হাট ও বাজারে তারা অভিযান চালিয়েছেন। এসময় এক জেলে ইলিশ মাছ বিক্রি করায় তাকে জরিমানা করা হয়েছে। জব্দকৃত মাছ এতিমখানায় দান করা হয়েছে। তাদের অভিযান অব্যাহত থাকবে।
Tag :