Dhaka ০৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে মুক্তিযোদ্ধার বসতবাড়িতে হামলার অভিযোগ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৫৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
  • / ১২৬০ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন \ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের খোর্দ্দমেগচামী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা খায়রুল বাশারের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা খায়রুল বাশার বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। খায়রুল বাশার অবসরপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা।

খায়রুল বাশার জানান, তার ছেলে খুরশিদ আলম সুমন ঢাকায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। গত শনিবার দুপুরে ঢাকা থেকে তার মাকে সাথে নিয়ে বাড়ি ফিরছিল। বালিয়াকান্দি বাজারের অটোস্ট্যান্ডে এসে অটোচালক অহিদ শিকদারের অটোারক্সা ভাড়া করতে গেলে তার সাথে বাকবিতন্ডা হয়। এর জের ধরে রাতে অহিদ শিকদারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালিয়ে দরজা, জানালা ভাংচুর ও ইট পাটকেল নিক্ষেপ করে। তিনি লিখিতভাবে বিষয়টি বালিয়াকান্দি থানাকে জানিয়েছেন। পুলিশ রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অভিযুক্ত অহিদ শিকদারের বাড়ি একই ইউনিয়নের পাইককান্দি গ্রামে। তার বক্তব্য জানর জন্য স্থানীয় সাংবাদিকরা তার বাড়িতে গিয়ে তাকে পায়নি। তার মোবাইল নাম্বার দিতেও নারাজ পরিবারের সদস্যরা।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। অটোরিক্সা ভাড়া করা নিয়ে বাকবিতন্ডার জের ধরে এ ঘটনা ঘটেছে। মুক্তিযোদ্ধা খায়রুল বাশারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তামুক্তিযোদ্ধা খায়রুল বাশার খান আমাকে অবগত করেছেন। বিষয়টি থানার ওসিকে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে মুক্তিযোদ্ধার বসতবাড়িতে হামলার অভিযোগ

প্রকাশের সময় : ০৬:৫৭:৩০ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০

জনতার আদালত অনলাইন \ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের খোর্দ্দমেগচামী গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা খায়রুল বাশারের বাড়িতে একদল দুর্বৃত্ত হামলা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার রাত সাড়ে সাতটার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মুক্তিযোদ্ধা খায়রুল বাশার বালিয়াকান্দি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। খায়রুল বাশার অবসরপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা।

খায়রুল বাশার জানান, তার ছেলে খুরশিদ আলম সুমন ঢাকায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। গত শনিবার দুপুরে ঢাকা থেকে তার মাকে সাথে নিয়ে বাড়ি ফিরছিল। বালিয়াকান্দি বাজারের অটোস্ট্যান্ডে এসে অটোচালক অহিদ শিকদারের অটোারক্সা ভাড়া করতে গেলে তার সাথে বাকবিতন্ডা হয়। এর জের ধরে রাতে অহিদ শিকদারের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার বাড়িতে হামলা চালিয়ে দরজা, জানালা ভাংচুর ও ইট পাটকেল নিক্ষেপ করে। তিনি লিখিতভাবে বিষয়টি বালিয়াকান্দি থানাকে জানিয়েছেন। পুলিশ রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অভিযুক্ত অহিদ শিকদারের বাড়ি একই ইউনিয়নের পাইককান্দি গ্রামে। তার বক্তব্য জানর জন্য স্থানীয় সাংবাদিকরা তার বাড়িতে গিয়ে তাকে পায়নি। তার মোবাইল নাম্বার দিতেও নারাজ পরিবারের সদস্যরা।

বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। অটোরিক্সা ভাড়া করা নিয়ে বাকবিতন্ডার জের ধরে এ ঘটনা ঘটেছে। মুক্তিযোদ্ধা খায়রুল বাশারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, সাবেক উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তামুক্তিযোদ্ধা খায়রুল বাশার খান আমাকে অবগত করেছেন। বিষয়টি থানার ওসিকে তদন্ত পূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।