Dhaka ০৩:২৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে ৫৭টি পাঁচশ টাকার জাল নোটসহ তরুণী আটক

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৪৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০
  • / ১৪৭৪ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর বাজার থেকে মঙ্গলবার বিকেলে ৫৭টি পাঁচশ টাকার জাল নোটসহ ফাতেমা আক্তার নামে এক তরুণীকে আটক করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে একই উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, ফাতেমা নামের ওই তরুণী আলীপুর বাজারে ২৮ হাজার পাঁচশ টাকা বিকাশ করতে যায়। তরুণী দোকানীকে টাকাগুলো দেয়ার পর সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিক বাজার কমিটির নেতাদের জানান। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তরুণীকে আটক করে থানায় নিয়ে যান।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ঘটনার সাথে জড়িত ফাতেমা ছাড়াও আরও তিনজনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে কল্যাণপুর গ্রামের সুরুজের স্ত্রী সানজিদা ও গৌরিপুরের মকবুল হোসেনের ছেলে ইমরানের নাম জানা গেছে। আর কেউ জড়িত কীনা তারও তদন্ত চলছে। এব্যাপারে একটি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে ৫৭টি পাঁচশ টাকার জাল নোটসহ তরুণী আটক

প্রকাশের সময় : ০৭:৪৩:৩২ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর বাজার থেকে মঙ্গলবার বিকেলে ৫৭টি পাঁচশ টাকার জাল নোটসহ ফাতেমা আক্তার নামে এক তরুণীকে আটক করেছে রাজবাড়ী সদর থানার পুলিশ। সে একই উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে।

রাজবাড়ী সদর থানা সূত্র জানায়, ফাতেমা নামের ওই তরুণী আলীপুর বাজারে ২৮ হাজার পাঁচশ টাকা বিকাশ করতে যায়। তরুণী দোকানীকে টাকাগুলো দেয়ার পর সন্দেহ হয়। বিষয়টি তাৎক্ষণিক বাজার কমিটির নেতাদের জানান। পরে পুলিশে খবর দিলে পুলিশ গিয়ে তরুণীকে আটক করে থানায় নিয়ে যান।

রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, ঘটনার সাথে জড়িত ফাতেমা ছাড়াও আরও তিনজনকে শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে কল্যাণপুর গ্রামের সুরুজের স্ত্রী সানজিদা ও গৌরিপুরের মকবুল হোসেনের ছেলে ইমরানের নাম জানা গেছে। আর কেউ জড়িত কীনা তারও তদন্ত চলছে। এব্যাপারে একটি মামলা হয়েছে।