Dhaka ১০:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ২৫ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

গর্জে ওঠো রুখে দাঁড়াও

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৮:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
  • / ১৪০২ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন : দেশের বিভিন্ন স্থানে একের পর  এক নারী ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন ঘটেই চলেছে। এসব ঘটনার প্রতিবাদে সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার বিকেলে সংগঠনটির পক্ষ থেকে মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়।

রাজবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় এক সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি লাইলী নাহার, সাধারণ সম্পাদক সবিতা চন্দ, সায়লা তাবাচ্ছুম নেওয়াজ, বাংলাদেশ জাসদের সভাপতি স্বপন কুমার দাস, সাংস্কৃতিক সংগঠক ফকির শাহাদত হোসেন, স্কুল শিক্ষক ও রাজনীতিক ধীরেন্দ্র নাথ, নির্যাতন ও নিপীড়ন বিরোধী আন্দোলনের আহ্বায়ক আসাদুজ্জামান চৌধুরী বাবলা প্রমুখ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে স্মারকলিপি প্রদান করা হয়।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গর্জে ওঠো রুখে দাঁড়াও

প্রকাশের সময় : ০৮:২৭:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০

জনতার আদালত অনলাইন : দেশের বিভিন্ন স্থানে একের পর  এক নারী ধর্ষণ, নির্যাতন, নিপীড়ন ঘটেই চলেছে। এসব ঘটনার প্রতিবাদে সর্বস্তরের মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা। ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার বিকেলে সংগঠনটির পক্ষ থেকে মানববন্ধন, সমাবেশ, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করা হয়।

রাজবাড়ী শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনের সাথে একাত্মতা প্রকাশ করে নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় এক সমাবেশে বক্তৃতা করেন বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখার সভাপতি লাইলী নাহার, সাধারণ সম্পাদক সবিতা চন্দ, সায়লা তাবাচ্ছুম নেওয়াজ, বাংলাদেশ জাসদের সভাপতি স্বপন কুমার দাস, সাংস্কৃতিক সংগঠক ফকির শাহাদত হোসেন, স্কুল শিক্ষক ও রাজনীতিক ধীরেন্দ্র নাথ, নির্যাতন ও নিপীড়ন বিরোধী আন্দোলনের আহ্বায়ক আসাদুজ্জামান চৌধুরী বাবলা প্রমুখ।

মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। পরে স্মারকলিপি প্রদান করা হয়।