বালিয়াকান্দিতে চুরির মালামালসহ গ্রেফতার ৪
- প্রকাশের সময় : ০৭:০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২০
- / ১২৫৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজার স্কুল মার্কেটের লিটন টেলিকমে চুরির ঘটনায় মালামালসহ ৪ চোরকে সোমবার রাতে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর মধ্যপাড়া গ্রামের জমির শেখের ছেলে সোহান শেখ (১৪), শাহাদত বিশ্বাসের ছেলে সাব্বির বিশ্বাস (১৪), জমির মন্ডলের ছেলে সোহেল মন্ডল (২৫) ও মিরাজ হোসেনের ছেলে মুরাদ (২২)।
বহরপুর বাজার স্কুল মার্কেটের লিটন টেলিকমের মালিক লিটন মন্ডল বলেন, গত ১০ সেপ্টেম্বর রাতে দোকান বন্ধ করে বাড়ীতে চলে যাই। ১১ সেপ্টেম্বর সকালে দোকানে এসে দেখতে পাই মালামাল এলোমেলো। পরে দেখতে পাই টিনের চাল খুলে চোর ভিতরে ঢুকে নগদ ৩৫ হাজার টাকা, মোবাইল ফোনসহ ১লক্ষ ২০ হাজার টাকার মালামাল নিয়ে গেছে। এব্যাপারে গত ২৮ সেপ্টেম্বর বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এস,আই জাহিদুল ইসলাম বলেন, চুরি যাওয়া ৬টি মোবাইলসহ ৪ চোরকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে মঙ্গলবার সকালে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে। এরমধ্যে সোহান শেখ ও সাব্বির বিশ্বাস আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্ধি প্রদান করেছে।