বালিয়াকান্দিতে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 08:25:34 pm, Tuesday, 22 September 2020
- / 1196 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নটাপাড়া গ্রামে বুধবার গীতা রানী বিশ্বাস নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বালিয়াকান্দি থানার পুলিশ। তিনি একই গ্রামের নিখিল রঞ্জন বিশ্বাসের স্ত্রী।
বালিয়াকান্দি থানার ওসি তারেকুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার বসতঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়। নিহতের পরিবার জানিয়েছে, গৃহবধূ গীতা রানী দীর্ঘদিন ধরে ক্যান্সার রোগে ভুগছিলেন। ধারণা করা হচ্ছে রোগ যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। নিহতের লাশ রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এব্যাপারে একটি ইউডি মামলা হয়েছে।
Tag :