বালিয়াকান্দিতে স্বাস্থ্যবিধি না মানায় জরিমানা
- প্রকাশের সময় : ০৭:০৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২০
- / ১২৯৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করায় অভিযোগে ছয় চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল শনিবার দুপুরে উপজেলা শহরের বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স কার্যালয় এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা। এসময় বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) উপস্থিত ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, স্বাস্থ্যবিধি না মেনে ব্যাটারীচালিত সড়কে বিভিন্ন যানবাহন চলাচল করছিল। এসময় ইজিবাইক, ভ্যান ও মাহেন্দ্রের ছয় চালককে জরিমানা করা হয়। জরিমানা শেষে ইজিবাইকের যাত্রী ও চালকদের স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করা হয়। এসময় তাদের মাস্ক বিতরণ করা হয়। এছাড়া সচেতনতামূলক স্টিকার লাগিয়ে দেওয়া হয়। যাত্রী ও চালকেরা স্বাস্থ্যবিধি মেনে চলার প্রতিশ্রুত দেন।
অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবু দারদা। তিনি বলেন, পরিবহনে স্বাস্থ্যবিধি না মেনে যাত্রী পরিবহন করায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন ২০১৮ এর ২৪ ধারায় জরিমানা করা হয়েছে। ছয়চালকের কাছ থেকে মোট এক হাজার পঞ্চাশ টাকা জরিমানা আদায় করা হয়।