রাজবাড়ীতে মোটরসাইকেল চাপায় নারী নিহত
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:১০:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২০
- / ১৩৯৮ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের কল্যাণপুর নামক স্থানে বৃহস্পতিবার সকালে মোটরসাইকেল চাপায় জোহরা বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি একই গ্রামের মহির উদ্দিনের স্ত্রী।
আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি লুৎফর রহমান জানান, রাস্তা পার হবার সময় একটি দ্রুতগামীর মোটরসাইকেল ওই নারীকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ওই নারী নিহত হন। পুলিশ মোটরসাইকেলটি আটক করেছে। তবে ঘাতক চালক পলাতক। এব্যাপারে একটি মামলা হয়েছে।
Tag :