Dhaka ০২:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে জখম

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
  • / ১৫২৭ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলো চর ঘিকমলা গ্রামের শরিফুল ইসলাম ও আব্দুস সামাদ। তাদের বাড়ি একই গ্রামে। এদের মধ্যে গুরুতর আহত শরিফুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখান থেকে ঢাকায় রেফার্ড করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অপরজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, নারুয়া ইউনিয়নের চরঘিকমলা ও খাটিয়াগাড়ি গ্রামের মধ্যে ফুটবল খেলা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন দুজনকে কুপিয়ে জখম করে। এখনও দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এবিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

বালিয়াকান্দিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে জখম

প্রকাশের সময় : ০৬:০৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী মাঠে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। হামলায় আহতরা হলো চর ঘিকমলা গ্রামের শরিফুল ইসলাম ও আব্দুস সামাদ। তাদের বাড়ি একই গ্রামে। এদের মধ্যে গুরুতর আহত শরিফুলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখান থেকে ঢাকায় রেফার্ড করা হয়। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অপরজনকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় সূত্র জানায়, নারুয়া ইউনিয়নের চরঘিকমলা ও খাটিয়াগাড়ি গ্রামের মধ্যে ফুটবল খেলা নিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন দুজনকে কুপিয়ে জখম করে। এখনও দুই গ্রামের মানুষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, খবর পেয়ে বালিয়াকান্দি থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এবিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।