গোয়ালন্দে আবারও বিপুল পরিমাণ দেশী মদ উদ্ধার ॥ আটক ৪

- প্রকাশের সময় : ০৭:৫২:১০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২০
- / ১৩৯১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর গোয়ালন্দে আবারও বিপুল পরিমাণ দেশী মদসহ ৪জনকে আটক করেছে র্যাব-৮। শুক্রবার অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক দেবাশীষ কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের মাখন রায়ের পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ৪শ ৬০ লিটার দেশী মদসহ উজানচর নতুন পাড়া গ্রামের সানাল শেখের ছেলে রাজু শেখ (২৮), কালাম মন্ডলের ছেলে আলামিন মন্ডল (২৬), ভোলাই মাতুব্বার পাড়া গ্রামের আ. মজিদ মোল্লার ছেলে সুজাত মোল্লা (২৫), কাজী পাড়া গ্রামের আ. রশিদ শেখের ছেলে আব্দুল্লাহ শেখ (২০) কে আটক করা হয়। এসময় দেশী মদ পরিবহনের কাজে ব্যবহৃত দুইটি অটোবাইক জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে গোয়ালন্দ ঘাট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।