রাজবাড়ীতে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা
- প্রকাশের সময় : ০৯:০৫:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২০
- / ১৯২০ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গলবার রাজবাড়ীতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পূজা উদযাপন পরিষদ রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে বিকেলে বিনোদপুর রাধাগোবিন্দ জিউর মন্দির প্রাঙ্গনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাজবাড়ী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ্ত চক্রবর্তী কান্ত। বিশেষ অতিথি ছিলেন মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহকারী প্রকল্প পরিচালক তোফাজ্জেল হোসেন, জেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক স্বপন কুমার দাস, শ্রীকৃষ্ণ সেবা সংঘের সভাপতি শিবুপদ বিশ্বাস, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি শিশির চক্রবর্তী, সদর উপজেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক সমীর কুমার দাস, সন্তোষ কুমার দত্ত, গোপাল চন্দ্র সাহা, শংকর কুমার সাহা। সভাপতিত্ব করেন সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ কুমার সরকার। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার সাহা।