বালিয়াকান্দিতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:২১:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ১৪৪২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর গ্রামে বুধবার বিকেলে পানিতে ডুবে সাব্বির শেখ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে একই গ্রামের কৃষক আসাদ শেখের ছেলে। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ছিল সে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, তার বাবা বাড়ির অদূরে একটি খালে পাট জাগ দিচ্ছিলেন। সাব্বির বাড়ি থেকে তার বাবার কাছে যাবার সময় পুকুরের পানিতে পড়ে যায়। স্থানীয় লোকজন দেখার পর তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শারমিন জাহান বিষয়টি নিশ্চিত করেন।
Tag :