রাজবাড়ীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 08:30:46 pm, Tuesday, 28 July 2020
- / 1539 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ী শহরের ১ নং রেলগেট সংলগ্ন মৃধা মার্কেটের সামনে থেকে সোমবার রাতে দুইশ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মিরাজ মৃৃধা নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে রাজবাড়ীর ডিবি পুলিশ। সে রাজবাড়ী সদর উপজেলার আব্দুল গনি মৃধার ছেলে।
রাজবাড়ী ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওমর শরীফ জানান, রাজবাড়ী জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে ইয়াবাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। সে পেশাদার মাদক ব্যবসায়ী। এব্যাপারে মিরাজের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের পর মঙ্গলবার তাকে রাজবাড়ীর আদালতে চালান করা হয়েছে।
Tag :