গুরুত্বপূর্ণ সংবাদ:
র্যাবের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:১৫:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২০
- / 403
জনতার আদালত অনলাইন ॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল ফরিদপুরের নগরকান্দা থানার ঝাউডাঙ্গি এলাকা থেকে ১৭২ পিচ ইয়াবাসহ শাহ আলম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে। সে একই উপজেলার গোপালপুর গ্রামের শেখ সাদেকের ছেলে।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে াভিযান চালিয়ে ইয়াবাসহ হাতেনাতে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা মাদক বিক্রির ৩,৯০০ টাকা, দুটি সীমকার্ড ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। সে পেশাদার মাদক ব্যবসায়ী। উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবা এবং অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার নগরকান্দা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Tag :