জমি নিয়ে বিরোধ : বালিয়াকান্দিতে প্রকাশ্যে ৩ শতাধিক কলা ও মেহগনি গাছ কেটে ফেলল প্রতিপক্ষ
- প্রকাশের সময় : ০৯:২৬:০০ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২০
- / ১৪৪৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ জমি নিয়ে বিরোধের জের ধরে প্রকাশ্যে তিন শতাধিক কলা ও মেহগনি গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকজন। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে ভুক্তভোগী আবুল কালাম আজাদের। শনিবার সকালে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের মরাবিলা ঘিকমলা গ্রামে এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত আবুল কালাম আজাদ জানান, জমিটি তার মামা শহর আলী ও খালাদের নামে রয়েছে। সেখানে তারও কিছু জমি আছে। ওই জমি নিয়ে প্রতিবেশি ওমর আলীর সাথে বিরোধ ছিল। স্থানীয় সালিশ বৈঠকে সেটি মীমাংসার পর ওই জমিতে আড়াইশ কলা গাছ ও আড়াইশ মেহগনি গাছ লাগানো হয়। গাছগুলো বড় হয়ে উঠেছিল। শুক্রবার রাতে তাদের পক্ষের একজনের সাথে অপরপক্ষের লোকদের কথা কাটাকাটি হয়। শনিবার সকালে এ বিষয়ে প্রতিবাদ জানানোর পর ওমরের পক্ষ নিয়ে স্থানীয় হাসান বিশ্বাসের নেতৃত্বে ৩০/৪০ জন লোক হামলা চালিয়ে ধারালো অস্ত্র দিয়ে ক্ষেতে থাকা সব কলা গাছ ও মেহগনি গাছ কেটে ফেলে। ওই সময় বাধা দিতে গেলে রক্তপাত হতে পারতো একারণে তারা বাধা দেননি। গাছগুলো কোেট ফেলায় তার পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে। বিষয়টি বালিয়াকান্দি থানাকে অবহিত করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, ক্ষেতে ধারালো অস্ত্র দিয়ে গাছ কাটার ছবি তুলতে গেলে স্থানীয় সাংবাদিকদের হুমকি দেয়া হয়। হামলাকারীরা আস্ফালন দিয়ে বলেছে, লিখে কিছুই হবেনা। প্রশাসন তাদের কিছুই করতে পারবে না।
হাসান বিশ্বাস বলেন, আগেই গাছ কাটা মামলা খেয়েছি, তাই আজ গাছ কেটে সত্যতা বাস্তবায়ন করলাম।
বালিয়াকান্দি থানার এসআই মামুন অর রশীদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুপক্ষের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। এলাকাবাসী বলেছে, দুপক্ষকে নিয়ে বসে বিষয়টির মীমাংসা করতে। আমরা সে চেষ্টাই করছি। ভুক্তভোগীরা চাইলে থানায় অভিযোগ দিতে পারে।