Dhaka ০৯:৪২ অপরাহ্ন, রবিবার, ০৬ অক্টোবর ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সাংবাদিক নুরে আলম সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০১:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০
  • / ১৪৭০ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের রাজবাড়ী জেলা প্রতিনিধি ও বাংলাদেশ কৃষকলীগের সাবেক কেন্দীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও মামলা প্রত্যাহার দাবিতে সোমবার সকালে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জনতার আদালত পাঠক ফোরাম, ঢাকার আয়োজিত মানববন্ধনে রাজধানী ঢাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় এক সমাবেশে বক্তৃতা করেন নুরুল ইসলাম  বাদশা, সাগর হোসেন চৌধুরী,  পিয়াল,  নাহার আক্তার, মোহাম্মদ শাহীন, মো. সোহেল প্রমুখ। বক্তারা বলেন, নুরে আলম সিদ্দিকী হক সাংবাদিকতার পাশাপাশি রাজনীতির সাথেও জড়িত। দীর্ঘ সময় ধরে তিনি মানুষের সাহায্য সহযোগিতা করে আসছেন। এলাকায় তার ঈর্ষণীয় জনপ্রিয়তা রয়েছে। তাকে হয়রানী ও অপদস্থ করতে একটি  কুচক্রী মহলের মদদে তার বিরুদ্ধে সাজানো মামলা করা হয়েছে। যা ভিত্তিহীন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

গত ১৮ জুন তারিখে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী এলাকা থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকে অপহরণ করে দুর্বৃত্তরা। বিষয়টি জেনে সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেন নুরে আলম সিদ্দিকী হক। পরে ওই দিনই তাকে ছেড়ে দেয়া হয়। এরই জের ধরে একটি কুচক্রী মহলের মদদে জনৈক  ব্যক্তি তার মেয়েকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগে নুরে আলম সিদ্দিকী হককে জড়িয়ে কালুখালী থানায় মামলা করেন। এ মামলার প্রতিবাদে  বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি তীব্র ঘৃণা প্রকাশ করেন। সভা সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত শনিবার ওই মেয়েটি নিজেই আদালতে হাজির হয়ে জানিয়েছে, তাকে কেউ অপহরণ করেনি। নুরে আলম সিদ্দিকী হক নির্দোষ।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

সাংবাদিক নুরে আলম সিদ্দিকীর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার দাবিতে রাজধানী ঢাকায় মানববন্ধন

প্রকাশের সময় : ০১:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২০

জনতার আদালত অনলাইন ॥ দৈনিক জনতার আদালত পত্রিকার সম্পাদক, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের রাজবাড়ী জেলা প্রতিনিধি ও বাংলাদেশ কৃষকলীগের সাবেক কেন্দীয় সাংগঠনিক সম্পাদক নুরে আলম সিদ্দিকী হকের বিরুদ্ধে হয়রানীমূলক মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে ও মামলা প্রত্যাহার দাবিতে সোমবার সকালে রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

জনতার আদালত পাঠক ফোরাম, ঢাকার আয়োজিত মানববন্ধনে রাজধানী ঢাকার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। এসময় এক সমাবেশে বক্তৃতা করেন নুরুল ইসলাম  বাদশা, সাগর হোসেন চৌধুরী,  পিয়াল,  নাহার আক্তার, মোহাম্মদ শাহীন, মো. সোহেল প্রমুখ। বক্তারা বলেন, নুরে আলম সিদ্দিকী হক সাংবাদিকতার পাশাপাশি রাজনীতির সাথেও জড়িত। দীর্ঘ সময় ধরে তিনি মানুষের সাহায্য সহযোগিতা করে আসছেন। এলাকায় তার ঈর্ষণীয় জনপ্রিয়তা রয়েছে। তাকে হয়রানী ও অপদস্থ করতে একটি  কুচক্রী মহলের মদদে তার বিরুদ্ধে সাজানো মামলা করা হয়েছে। যা ভিত্তিহীন। অবিলম্বে এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

গত ১৮ জুন তারিখে রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী এলাকা থেকে স্থানীয় আওয়ামী লীগ নেতাকে অপহরণ করে দুর্বৃত্তরা। বিষয়টি জেনে সঙ্গে সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ করেন নুরে আলম সিদ্দিকী হক। পরে ওই দিনই তাকে ছেড়ে দেয়া হয়। এরই জের ধরে একটি কুচক্রী মহলের মদদে জনৈক  ব্যক্তি তার মেয়েকে অপহরণ করা হয়েছে এমন অভিযোগে নুরে আলম সিদ্দিকী হককে জড়িয়ে কালুখালী থানায় মামলা করেন। এ মামলার প্রতিবাদে  বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও ব্যক্তি তীব্র ঘৃণা প্রকাশ করেন। সভা সমাবেশ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত শনিবার ওই মেয়েটি নিজেই আদালতে হাজির হয়ে জানিয়েছে, তাকে কেউ অপহরণ করেনি। নুরে আলম সিদ্দিকী হক নির্দোষ।