রাজবাড়ীতে পদ্মার পানি বাড়ছে ॥ প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল
- প্রকাশের সময় : ০৮:০৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২০
- / ১৩৯৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন : গত কয়েকদিন ধরে রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বাড়তে শুরু করায় পদ্মা নদী তীরবর্তী এলাকার নি¤œাঞ্চল প্লাবিত হচ্ছে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। আর এতে ভোগান্তিতে পরেছেন এ অঞ্চলে বসবাসরত সাধারন মানুষ। গত কয়েক দিন ধরে পদ্মার পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
শনিবার সকালে গোয়ালন্দের দৌলতদিয়া গেজ স্টেশনের পদ্মার পানি বেড়ে বিপদ সিমার ৯.১১ পয়েন্ট অর্থাৎ ৪৬ সেঃ মি ঃ উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৪ ঘণ্টায় পদ্মার পানি বেড়েছে ২ সেঃ মিঃ। উপজেলার নদী তীরবর্তী ৪টি উপজেলার রতনদিয়া, কালিকাপুর, মিজানপুর, বরাট, ছোট ভাকলা, দেবগ্রাম ও দৌলতদিয়ার কুশাহাটা সহ ৮ থেকে ১০টি ইউনিয়নের নি¤œাঞ্চল প্লাবিত হয়েছে। এতে ভোগান্তি পোহাচ্ছেন পানি বন্দি মানুষ।
পানি বাড়ার কারনে নি¤œাঞ্চলে বসবাসরত কয়েক হাজার মানুষ পানিবন্দি হয়ে পরেছে। আবাদী জমির,বোনা আমন ধান, পাট সবজি,পটল,মরিচ,বাদাম সহ বিভিন্ন ফসলাদি নষ্ট হচ্ছে। রাস্তা ঘাট ডুবে গেছে,মানুষের বসত বাড়ির চারপাশে পানি উঠে এসব অঞ্চলের জনসাধারন পানি বন্দি হয়ে পড়েছেন। সাধারন মানুষের চলাচলের রাস্তা, ফসলি জমি, বাজার ঘাট ডুবে যাওয়ায় তাদের এখন চলাচল করতে এবং বাজার ঘাটে যেতে কষ্ট হচ্ছে। নৌকা দিয়ে পার হয়ে বিভিন্ন স্থানে যেতে হচ্ছে তাদের। পাট ও ধাান ক্ষেত পানিতে তলিয়ে যওয়ার কারনে পাট কাটার আগে তা নষ্ট হয়ে যাচ্ছে। ফসলাদি পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকেরা লোকসানের মুখে পরেছেন।