কমিউনিস্ট নেতা মহেন্দ্রনাথ দাসের পরলোকগমন
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৮:৫৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২০
- / ১২৯৯ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শাখার সাবেক সভাপতি ও বারুগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক কমরেড মহেন্দ্রনাথ দাস (৮০) সোমবার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ফরিদপুর ডায়াবেটিস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, নাতি নাতনী, আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বিকাল সাড়ে তিনটায় বালিয়াকান্দি কেন্দ্রীয় মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হয়। তার মৃত্যুতে বালিয়াকান্দি উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এসএম দাউদ খান,সাধারণ সম্পাদক সনজিৎ কুমার দাস, উপজেলা যুব ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন, ওয়াকার্স পার্টির বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি ছলেমান আলী মোল্যা দুলু, সাধারণ সম্পাদক শামসুল আলম গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
Tag :