Dhaka ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৭ জুন ২০২৩, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দে ডাক্তার ও বালিয়াকান্দিতে পিআইও কর্মকর্তাসহ জেলায় নতুন করে আক্রান্ত আরও ৫৭

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৯:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০
  • / ১৪০৩ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে নতুন করে আরও্ ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৮৮ জন।   আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২৮ জন, বালিয়াকান্দি উপজেলায় ১০ জন, পাংশা উপজেলায় ৩ জন, কালুখালী উপজেলা ১৪ জন এবং গোয়ালন্দ উপজেলায় ৩ জন রয়েছেন।  গত ২৩ ও ২৪ জুন পাঠানো ১৯৬টিনমুনার মধ্যে শনিবার দুপুরে প্রাপ্ত রিপোর্টে ৫৭ জন পজিটিভ হয়।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, এ পর্যন্ত রাজবাড়ীতে জেলাতে মোট পজেটিভের সংখ্যা ৩৮৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৯৫ জন এবং মারা গেছে ২ জন।

বালিয়াকান্দিতে পিআইও  কর্মকর্তাসহ ১১ জন করোনা আক্রান্ত:  রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ নতুন করে ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বালিয়াকান্দি উপজেলায় ৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বালিয়াকান্দি উপজেলায় ১১ জন করোনা আক্রান্ত হয়েছে।  এর মধ্যে ওই কর্মকর্তাসহ বালিয়াকান্দি সদরে ৩ জন, ইসলামপুর ইউনিয়নে ৪ জন, নারুয়া ইউনিয়নে ২ জন, জামালপুর ইউনিয়নে ১ জন, নবাবপুর ইউনিয়নে ১জন।

প্রসঙ্গত: এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ জন, মারা গেছে ১ জন, অন্যরা সবাই হাসপাতালে ও বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ২৪ তারিখ পর্যন্ত উপজেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ৭২৬ জনের।

গোয়ালন্দে চিকিৎসকসহ ৩জন করোনা আক্রান্ত : রাজবাড়ীর গোয়ালন্দে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও এক ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ। তিনি জানান, করোনা ভাইরাস পরীক্ষার জন্য পাঠানো ১২ জনের নমুনার ফলাফল শনিবার আসে। এতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য  মপ্লেক্সের একজন মেডিকেল অফিসার, হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী ও একটি ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। এ পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় ৪৫ জন করোনা ভাইরাস আক্রান্ত হলেন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২৩ জন ও একজন মারা গেছেন। অন্যান্যরা চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

গোয়ালন্দে ডাক্তার ও বালিয়াকান্দিতে পিআইও কর্মকর্তাসহ জেলায় নতুন করে আক্রান্ত আরও ৫৭

প্রকাশের সময় : ০৯:০২:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২০

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে নতুন করে আরও্ ৫৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৩৮৮ জন।   আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ২৮ জন, বালিয়াকান্দি উপজেলায় ১০ জন, পাংশা উপজেলায় ৩ জন, কালুখালী উপজেলা ১৪ জন এবং গোয়ালন্দ উপজেলায় ৩ জন রয়েছেন।  গত ২৩ ও ২৪ জুন পাঠানো ১৯৬টিনমুনার মধ্যে শনিবার দুপুরে প্রাপ্ত রিপোর্টে ৫৭ জন পজিটিভ হয়।

রাজবাড়ীর সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল ইসলাম জানান, এ পর্যন্ত রাজবাড়ীতে জেলাতে মোট পজেটিভের সংখ্যা ৩৮৮ জন। এর মধ্যে সুস্থ হয়েছে ৯৫ জন এবং মারা গেছে ২ জন।

বালিয়াকান্দিতে পিআইও  কর্মকর্তাসহ ১১ জন করোনা আক্রান্ত:  রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ নতুন করে ১১ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বালিয়াকান্দি উপজেলায় ৬৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার সকালে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ বালিয়াকান্দি উপজেলায় ১১ জন করোনা আক্রান্ত হয়েছে।  এর মধ্যে ওই কর্মকর্তাসহ বালিয়াকান্দি সদরে ৩ জন, ইসলামপুর ইউনিয়নে ৪ জন, নারুয়া ইউনিয়নে ২ জন, জামালপুর ইউনিয়নে ১ জন, নবাবপুর ইউনিয়নে ১জন।

প্রসঙ্গত: এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ জন, মারা গেছে ১ জন, অন্যরা সবাই হাসপাতালে ও বাড়ীতে চিকিৎসাধীন অবস্থায় আছেন। ২৪ তারিখ পর্যন্ত উপজেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ৭২৬ জনের।

গোয়ালন্দে চিকিৎসকসহ ৩জন করোনা আক্রান্ত : রাজবাড়ীর গোয়ালন্দে চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও এক ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার করোনা আক্রান্ত হয়েছেন। শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ মাহমুদ। তিনি জানান, করোনা ভাইরাস পরীক্ষার জন্য পাঠানো ১২ জনের নমুনার ফলাফল শনিবার আসে। এতে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য  মপ্লেক্সের একজন মেডিকেল অফিসার, হাসপাতালের একজন স্বাস্থ্যকর্মী ও একটি ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজারের শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়। এ পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় ৪৫ জন করোনা ভাইরাস আক্রান্ত হলেন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ২৩ জন ও একজন মারা গেছেন। অন্যান্যরা চিকিৎসাধীন রয়েছেন বলে তিনি জানান।