রাজবাড়ীতে করোনার উপসর্গে পল্লী চিকিৎসকের মৃত্যু

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 06:50:05 pm, Friday, 26 June 2020
- / 1465 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে করোনার উপসর্গ নিয়ে পরেশ মন্ডল নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। তার বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মূলঘর ইউনিয়নের কুটিরহাট গ্রামে।
বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল হান্নান জানান, ওই ব্যক্তির করোনার বেশ কয়েকটি উপসর্গ ছিল। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়ায় সেখানে তার নমুনা সংগ্রহ করেছে। রিপোর্ট এখনও হাতে এসে পৌছায়নি। পরেশ মন্ডল তার গ্রাম থেকে রোগীদের শহরের হাসপাতালে আনা নেয়া করতেন বলে জানান তিনি। প্রটোকল মেনে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে।
Tag :