করোনা: বালিয়াকান্দির ইউএনও, ডাক্তারসহ জেলায় একদিনেই আক্রান্ত ৫৪
- প্রকাশের সময় : ০৭:৪১:১৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২০
- / ১৭৮৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন : বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসকসহ জেলায় করোনায় একদিনেই আক্রান্ত হয়েছে ৫৪ জন। জেলায় এতো সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ায় মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। শনিবার পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা ২০৬ জন।
জেলা সিভিল সার্জনের তথ্য মতে, সর্বশেষ পাঠানো ৯৮ টি নমুনার মধ্যে শনিবার সকালে ১৩ জনের রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্তদের মধ্যে রাজবাড়ী সদর উপজেলার ৮ জন (সজ্জনকান্দার ৩ জন, বড় লক্ষীপুরে ১ জন, লক্ষীকোলে ১ জন, চন্দনীর বাড়াইজুরীতে ১ জন, পাঁচুরিয়া আন্দারমানিকে ১ জন ও এসপি অফিসের ১ জন স্টাফ)। এছাড়া কালুখালী উপজেলার ২ জন (গঙ্গানন্দপুর এবং মৃগী) এবং বালিয়াকান্দি উপজেলায় ৩ জন (বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন চিকিৎসক, পরিবার পরিকল্পনা অফিসের ১ জন স্টাফ, পূর্ব মৌকুড়ীতে ১ জন)।
বিকেলে আসা আনেকটি রিপোর্টে ১৪১ জনের মধ্যে পজিটিভ পাওয়া যায় ৪১ জনের। এর মধ্যে রাজবাড়ী সদর উপজেলা এলাকার ৮ জন, বালিয়াকান্দি উপজেলায় ইউএনও, দুজন চিকিৎসকসহ ১৫ জন, কালুখালী উপজেলায় তিন ডাক্তার, ৭ স্বাস্থ্যকর্মীসহ ১৩ জন, পাংশায় ২ জন ও গোয়ালন্দে ৩ জন।
জেলা সিভিল সার্জন জানান, অাক্রান্তদের সবার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।