স্কুলছাত্রীকে গণধর্ষণের সাথে জড়িতদের দৃৃষ্টান্তমূলক শাস্তি দাবি

- প্রকাশের সময় : ০৭:২৯:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২০
- / 519
জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ী সদর উপজেলা এলাকায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও ধর্ষণের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকির ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে বাংলাদেশ মহিলা পরিষদ রাজবাড়ী জেলা শাখা। মঙ্গলবার সংগঠনটির পক্ষ থেকে রাজবাড়ীর জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর স্মারকলিপিতে এ দাবি করা হয়েছে।
সংগঠনের সভাপতি লাইলী নাহার ও সাধারণ সম্পাদক সবিতা চন্দ সাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, বেআইনী সালিশের মাধ্যমে যাতে এ ঘটনা ধামাচাপা দিয়ে অপরাধীদের অপরাধকে লঘু করার অপচেষ্টা না করা হয়। একই সাথে লক্ষীপুরের হীরামনিকে ধর্ষণের পর হত্যা, নেত্রকোনা, নোয়াখালী, কিশোরগঞ্জ, নাটোর, কুড়িগ্রামসহ দেশেশর বিভিন্ন স্থানে নারী শিশু নির্র্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।