চিকিৎসক করোনায় আক্রান্ত : বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী সেবা বাদে সকল কার্যক্রম বন্ধ

- প্রকাশের সময় : 07:06:03 pm, Sunday, 14 June 2020
- / 1397 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে বালিয়াকান্দিতে চিকিৎসকসহ নতুন করে ৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বালিয়াকান্দি উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ২৫ জন।
হাসপাতালের একজন চিকিৎসক আক্রান্ত হওয়ায় উদ্র্¦তন কর্তৃপক্ষের নির্দেশ মোতাবেক জরুরী সেবা ব্যতীত সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার বিকেলে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাফিন জব্বার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলায় ২৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। ১৯ জনের নমুনার মধ্যে আজ ৭ জন আক্রান্তের তথ্য পাওয়া গেছে, এর মধ্যে হাসপাতালের একজন চিকিৎসক রয়েছে। ফলে কনট্যাক্ট ট্রেসিং এবং সংক্রমণ যে আরও ছড়িয়ে না পড়ে সে জন্য উর্দ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা ক্রমে হাসপাতালের জরুরী বিভাগ ব্যতিত সকল কার্যক্রম বন্ধ ঘোষনা করা হয়েছে।
করোনাকালেও আমরা সেবার সর্বোচ্চটুকু দিয়েছি। চিকিৎসহ নানাবিধ সংকট থাকার পরেও সেবার কোন ঘটতি ছিলোনা হাসপাতালটিতে। বালিয়াকান্দিবাসীর জন্য এটা নি:সন্দেহে দু:খজনক খবর বলেও তিনি জানান।