রাজবাড়ীতে জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি

- প্রকাশের সময় : ০৯:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২০
- / ১৬৫২ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন : জীবনের নিরাপত্তা চেয়ে রাজবাড়ী সদর থানায় জিডি করেছেন ওহিদুল ইমলাম নামে এক পাট ব্যবসায়ী। তিনি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের গঙ্গাপ্রসাদপুর গ্রামের আফতাবউদ্দিন মিয়ার ছেলে।
জিডিতে তিনি উল্লেখ করেন, একই গ্রামের মোঃ হেলাল উদ্দিন, মোঃ রনি (৪০), মোঃ শামছুল আরেফিন (৫৫),মোঃ জহুরুল মন্ডল মোঃ সুজন, মোঃ উজ্জল রওশন এর সাথে টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে পূর্ব থেকে বিরোধ আছে। গত ৫ জুন বিকেলে বিবাদীরা দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আমার বাড়ীর উপর গিয়া আমাকে খোজ করে। আমাকে বাড়ীতে না না পেয়ে ৭ জুন তারিখে ্আমার ব্বাযবহৃত মোবাইল ফোন নাম্বারে ০১৭৪২১২২৫৯৮ নাম্বার থেকে ফোন করে আমাকে মিথ্যা অস্ত্র মামলায় ফাঁসিয়ে দিবে বলে হুমকি প্রদান করে ও পরবর্তীতে আমাকে পথেঘাটে পেলে খুন জখম করে ফেলবে বলে হুমকি প্রদান করে। বর্তমানে আমি খুবই নিরাপত্তাহীনতায় ভুগছি।