Dhaka 10:16 pm, Monday, 20 March 2023

রাজবাড়ীতে করোনা জীবাণুমুক্ত করণ টানেল উদ্বোধন

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : 07:53:55 pm, Saturday, 6 June 2020
  • / 1491 জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে রাজবাড়ীতে জীবাণুমুক্ত করণ টানেল উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশনের সহযোগিতায় প্রধান সড়কের পৌরসভা কার্যালয়ের সামনে স্থাপিত টানেলটি শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এসময় ২১ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, ১০ ইস্ট বেঙ্গল অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মঞ্জুরুল হক, উপ অধিনায়ক মেজর ইমরান, মেজর সাবরী, পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর টানেলটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। রাস্তার মাঝখানে আট ফুট প্রস্থ ও ১২ ফুট লম্বা টানেলটির ভেতর দিয়ে রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল, বাইসাইকেল সহ জনসাধারণের চলাচল শুরু হয়েছে। মানুষ ও যানবাহন টানেলটির ভেতর দিয়ে যাওয়ার সময় উপর দিয়ে গড়িয়ে পড়ছে তরল জীবাণুনাশক।
২১ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান জানান, করোনা ভাইরাস সারাদেশেই ছড়িয়ে পড়েছে। এটি সংক্রমণ কমানোর লক্ষ্যেই এই টানেলটি স্থাপন করা হয়েছে। যদি রাজবাড়ীর জেলা প্রশাসন বা পৌরসভা চান তাহলে সেনাবাহিনীর সহযোগিতায় গুরুত্বপূর্ণ স্থানে আরও কয়েকটি টানেল স্থাপন করা হবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে করোনা জীবাণুমুক্ত করণ টানেল উদ্বোধন

প্রকাশের সময় : 07:53:55 pm, Saturday, 6 June 2020

জনতার আদালত অনলাইন ॥ করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষে রাজবাড়ীতে জীবাণুমুক্ত করণ টানেল উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী ৫৫ পদাতিক ডিভিশনের সহযোগিতায় প্রধান সড়কের পৌরসভা কার্যালয়ের সামনে স্থাপিত টানেলটি শনিবার দুপুরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এসময় ২১ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান, রাজবাড়ী পৌরসভার মেয়র মহম্মদ আলী চৌধুরী, ১০ ইস্ট বেঙ্গল অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল মঞ্জুরুল হক, উপ অধিনায়ক মেজর ইমরান, মেজর সাবরী, পৌরসভার কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন।
উদ্বোধনের পর টানেলটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়া হয়। রাস্তার মাঝখানে আট ফুট প্রস্থ ও ১২ ফুট লম্বা টানেলটির ভেতর দিয়ে রিক্সা, অটোরিক্সা, মোটরসাইকেল, বাইসাইকেল সহ জনসাধারণের চলাচল শুরু হয়েছে। মানুষ ও যানবাহন টানেলটির ভেতর দিয়ে যাওয়ার সময় উপর দিয়ে গড়িয়ে পড়ছে তরল জীবাণুনাশক।
২১ পদাতিক ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রিয়াজুর রহমান জানান, করোনা ভাইরাস সারাদেশেই ছড়িয়ে পড়েছে। এটি সংক্রমণ কমানোর লক্ষ্যেই এই টানেলটি স্থাপন করা হয়েছে। যদি রাজবাড়ীর জেলা প্রশাসন বা পৌরসভা চান তাহলে সেনাবাহিনীর সহযোগিতায় গুরুত্বপূর্ণ স্থানে আরও কয়েকটি টানেল স্থাপন করা হবে।