রাজবাড়ীতে উপসর্গ নিয়ে মারা যাওয়া নারীর করোনা পজিটিভ

সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৬:৫১:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২০
- / ১৪০৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন \ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নে উপসর্গ নিরয়ে মারা যাওয়া নারীর করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। একই সাথে আরও একজন রোগীর করোনা শনাক্ত হয়েছে। এ দুজন নিয়ে রাজবাড়ীতে করোনা শনাক্ত হয়েছে ৭৬ জনের। বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা আইডিসিআর থেকে পাঠানো রিপোর্টে জেলা সিভিল সার্জন কার্যালয় বিষয়টি নিশ্চিত করে।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, সর্বশেষ রাজবাড়ী থেকে ১৭১ জনের নমুনা পাঠানো হয়। এর মধ্যে দুজনের পজিটিভ এসেছে। একজন গত ৩১ মে উপসর্গ নিয়ে মারা যাওয়া নারী, অন্যজন রাজবাড়ী সদর হাসপাতালের আইসোলেশনে থাকা রোগী।
বর্তমানে রাজবাড়ী সদর হাসপাতালে ১৩ জন এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছয় জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন।
Tag :