এসএসসিতে জেলার সেরা রক্তিম, দ্বিতীয় অধরা॥ দুজনেই হতে চায় প্রশাসন ক্যাডার

- প্রকাশের সময় : 06:04:33 pm, Friday, 5 June 2020
- / 1465 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ ২০২০সালের এসএসসি পরীক্ষার ফলাফলে রাজবাড়ী জেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র রক্তিম দে। দ্বিতীয় হয়েছে বালিয়াকান্দি নলিয়া শ্যামা মোহন ইনিস্টিটউশনের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী অধরা জামান।
বালিয়াকান্দি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রক্তিম দে সর্বমোট ১৩০০ নম্বরের মধ্যে ১১৯৮ নম্বর পেয়েছে। যা এবছর জেলার সর্বোচ্চ নম্বর।
রক্তিম দের বাবা বালিয়াকান্দি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী রঞ্জন দে এবং মাতা গৃহিনী শুকলা দে, আর একমাত্র ছোট ভাই ঋতম দে(৭ম শ্রেণির ছাত্র) কে নিয়ে তারা সুখী পরিবার। ছোটবেলা থেকেই সে পড়াশোনার পাশাপাশি নিজেকে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকান্ডে অংশ গ্রহণ করেছে। রক্তিম দে ৫ম শ্রেণীতে গোল্ডেন এ প্লাস, ৮ম শ্রেণীতে গোল্ডেন এ প্লাস লাভ করে।
রক্তিম দে জানায়, আমার এ ফলাফলে বিশেষ ভুমিকা রেখেছেন আমার বাবা-মা। শিক্ষকগণও আমাকে উৎসাহ যুগিয়েছেন। আমি ভবিষ্যতে প্রশাসন ক্যাডার বড় হতে চাই। সকলের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করি।
অপরদিকে দ্বিতীয় সেরা অর্জনকারী অধরা জামান বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া শ্যামা মোহন ইনিস্টিটউশনের শিক্ষার্থী। সে পেয়েছে ১১৯৩ নম্বর। অধরা জামান কথা ৫ম শ্রেণীতে গোল্ডেন এ প্লাস, ৮ম শ্রেণীতে গোল্ডেন এ প্লাস লাভ করে। তার বাবা বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মনিরুজ্জামান এবং মাতা বালিয়াকান্দি নলিয়া শ্যামা মোহন ইনিস্টিটউশনের শিক্ষক বেবী সুলতানা।
অধরা জানায়, আমার বাবা-মা, শিক্ষক সকলের কাছে আমি কৃতজ্ঞ। তারা আমাকে উৎসাহ যুগিয়েছেন। আমি ভবিষ্যতে প্রশাসন ক্যাডার হতে চাই। আমি সকলের কাছে দোয়া ও আর্শিবাদ কামনা করি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এজাজ কায়সার বলেন, ফলাফলের দিক দিয়ে এবছর বালিয়াকান্দি উপজেলার সাফল্য চোখে পড়ার মতো।
তাদের এই ফলাফলে বালিয়াকান্দি বাসী খুবই গর্বিত।