বালিয়াকান্দিতে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম
- প্রকাশের সময় : ০৬:৪০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২০
- / ১৫১১ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন : রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামে পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন একই গ্রামের মোকছেদ মিয়া (৪০) ও তার স্ত্রী শাবানা (৩৫)। তাদেরেকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধীন মোকছেদ মিয়া বলেন, বাবা-মায়ের সাথে স্ত্রীর ঝগড়া হওয়ার জের ধরে বৃহস্পতিবার ঢাকা থেকে ছোট ভাই কুরবান মিয়া, বোন জেলেখা, অমেলা, মা ফাতেমা, বাবা নুরু মিয়া ও দুই ভগ্নিপতি মিলে আমার বসত বাড়ীর রান্নার চুলাসহ মালামাল ভাংচুর করে। আমরা এগিয়ে গেলে স্বামী-স্ত্রীকে কুপিয়ে জখম করে। আশপাশের লোকজন এগিয়ে এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করে।
বালিয়াকান্দি হাসপাতালে জরুরী বিভাগে কর্মরত উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ডা. জুয়েল রানা বলেন, স্বামী-স্ত্রীর মাথায় ও কপালে কুপিয়ে জখম করা হয়েছে।