দৌলতদিয়া ঘাট ফিরেছে স্বরূপে
- প্রকাশের সময় : ০৬:২৩:২৮ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২০
- / ১৪৭৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন॥ দীর্ঘ দুই মাসেরও বেশী সময় পর গণপরিবহন ও লঞ্চ চলাচল শুরু হওয়ায় দেশের ব্যস্ততম দৌলতদিয়া ঘাট আগের রূপে ফিরতে শুরু করেছে। যানবাহনের চাপ বাড়তে শুরু করায় নদী পারের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়ছে যাত্রীবাহি বাস। তবে যাত্রীর চাপ অপেক্ষাকৃত কম রয়েছে।
সরেজমিন সোমবার দুপুরে দৌলতদিয়া ঘাট ঘুরে দেখা যায়, দীর্ঘ দিন পর গণপরিবহন চালুসহ লকডাউন শিথিল হওয়ায় ব্যস্ততা বেড়েছে দৌলতদিয়া বাস ট্রামিনাল, লঞ্চ ও ফেরি ঘাট এলাকায়। এ সময় সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি অনেককেই। এসময় দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া জেলা পরিষদের রেস্ট হাউজ পর্যন্ত শতাধিক যাত্রীবাহি বাস নদী পাড়ের অপেক্ষায় সিরিয়ালে আটকা পড়েছে। বেলা বাড়ার সাথে সাথে পরিবহনসহ অন্যান্য যানবাহনের চাপ আরো বাড়বে বলে ধারনা করছেন সংশ্লিষ্টরা।
এদিকে ফেরি ঘাটে সাধারন যাত্রীদের তেমন চাপ না থাকলেও লঞ্চ ঘাটে ঢাকামুখি পাঁয়ে হাঁটা ও পরিহনের যাত্রীদের চাপ লক্ষ্য করা যায়। তবে আজও ঢাকা থেকে আসছে অনেক যাত্রী।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক (বানিজ্য) আবু আব্দুল্লাহ রনি জানান, স্বাভাবিক সময় থেকেই দুপুরের দিকে পরিবহনের চাপ একটু বেশী থাকে। যে কারণে কিছু যাত্রীবাহি বাস সিরিয়ালে আটকা পড়েছে। তবে ওই সকল বাসগুলোকে ফেরির নাগাল পেতে সামন্য সময় অপেক্ষা করতে হচ্ছে। ভোগান্তি ছাড়াই যাত্রী ও যানবাহন পারাপার হচ্ছে। এ নৌরুটে বর্তমান ১৩টি ফেরি চলাচল করছে।