করোনায় মারা গেলেন রাজবাড়ীর কৃতি সন্তান সাবেক সচিব বজলুল করিম চৌধুরী
- প্রকাশের সময় : ০২:১১:০৮ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২০
- / ১৬৬৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন : করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন রাজবাড়ী জেলার কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব বজলুল করিম চৌধুরী। রোববার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।
বিসিএস প্রশাসনের ১৯৮৫ ব্যাচের কর্মকর্তা বজলুল করিম চৌধুরী ব্যক্তি জীবনে সৎ, দক্ষ, মেধাবী, দেশপ্রেমিক কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। টাঙ্গাইল জেলার জেলা প্রশাসক, রাউজক এর চেয়ারম্যান ও ঢাকা বিভাগীয় কমিশনারের দায়িত্ব পালন করেন তিনি। ২০১৮ সালের এপ্রিলে অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাওয়ার আগে সচিব হিসেবে পদোন্নাতি পেয়েছিলেন তিনি। পদোন্নতির পর তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। সকলের প্রিয়মুখ বজলুল করিম চৌধুরীর মৃত্যুতে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশনের সকল সদস্যবৃন্দ গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
দৈনিক জনতার আদালতের সম্পাদক কৃষকলীগ নেতা নুরে আলম সিদ্দিকী হকও তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।