Dhaka ০৯:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

ঝুঁকি নিয়ে দৌলতদিয়া ঘাট পার হচ্ছে যাত্রীরা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৩৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০
  • / ১৪২৭ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন: আজও কর্মস্থলে যোগদান করতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকায় ফিরছে হাজার হাজার যাত্রী। তবে এ সময় সামাজিক দুরত্ব মানতে দেখাযায়নি যাত্রীদের। শনিবার সকাল থেকে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় এমন চিত্র দেখাযায়। বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে যাত্রী ও ছোট যানবাহনের চাপ আরো বাড়ে। এ সময় ফেরিতে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে পুলিশ দ্বায়িত্ব পালন করলেও যাত্রীরা তা মানছেন না।

এদিকে যাত্রীদের পাশাপাশি ফেরি ঘাটে ব্যাক্তিগত ছোট গাড়ি মাইক্রোবাস ও প্রাইভেটকারের চাপ রয়েছে। এছাড়া অনেকেকে মোটর সাইকেল নিয়ে ঢাকায় যাচ্ছে। সড়কে গণপরিবহন না থাকায় স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুন বেশি ভাড়া দিয়ে মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটর সাইকেল, মাহেন্দ্রা, অটোরক্সাসহ বিভিন্ন মাধ্যমে দৌলতদিয়া ঘাটে এসে নদী পার হচ্ছে যাত্রীরা। তবে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন থামিয়ে স্থানীয় প্রশাসন ও সেনা সদস্যদের সামাজিক দুরত্ব বজায় রাখতে কাজ করতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মোঃ মাহবুব হোসেন জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ৭ টি ফেরি চলাচল করছে। ঢাকামুখি যাত্রী ও ব্যাক্তিগত গাড়ির চাপ রয়েছে। তবে বেলা বাড়ার সাথে চাপ আরোও বাড়বে বলে ধারনা করছেন। যাত্রী ও যানবাহনের চাপ বাড়লে ফেরির সংখ্যাও বাড়ানো হবে। এছাড়া দৌলতদিয়া প্রান্তে পন্যবাহি ট্রাকের কোন সিরিয়াল নাই। তবে ঢাকা থেকে আজও অনেক যাত্রী ও ছোট গাড়ি আসছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

ঝুঁকি নিয়ে দৌলতদিয়া ঘাট পার হচ্ছে যাত্রীরা

প্রকাশের সময় : ০৭:৩৮:০৩ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২০

জনতার আদালত অনলাইন: আজও কর্মস্থলে যোগদান করতে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার দৌলতদিয়া ঘাট দিয়ে ঢাকায় ফিরছে হাজার হাজার যাত্রী। তবে এ সময় সামাজিক দুরত্ব মানতে দেখাযায়নি যাত্রীদের। শনিবার সকাল থেকে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকায় এমন চিত্র দেখাযায়। বেলা বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে যাত্রী ও ছোট যানবাহনের চাপ আরো বাড়ে। এ সময় ফেরিতে সামাজিক দুরত্ব নিশ্চিত করতে পুলিশ দ্বায়িত্ব পালন করলেও যাত্রীরা তা মানছেন না।

এদিকে যাত্রীদের পাশাপাশি ফেরি ঘাটে ব্যাক্তিগত ছোট গাড়ি মাইক্রোবাস ও প্রাইভেটকারের চাপ রয়েছে। এছাড়া অনেকেকে মোটর সাইকেল নিয়ে ঢাকায় যাচ্ছে। সড়কে গণপরিবহন না থাকায় স্বাভাবিক সময়ের চেয়ে কয়েকগুন বেশি ভাড়া দিয়ে মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটর সাইকেল, মাহেন্দ্রা, অটোরক্সাসহ বিভিন্ন মাধ্যমে দৌলতদিয়া ঘাটে এসে নদী পার হচ্ছে যাত্রীরা। তবে মহাসড়কের বিভিন্ন স্থানে যানবাহন থামিয়ে স্থানীয় প্রশাসন ও সেনা সদস্যদের সামাজিক দুরত্ব বজায় রাখতে কাজ করতে দেখা গেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক মোঃ মাহবুব হোসেন জানান, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ছোট বড় ৭ টি ফেরি চলাচল করছে। ঢাকামুখি যাত্রী ও ব্যাক্তিগত গাড়ির চাপ রয়েছে। তবে বেলা বাড়ার সাথে চাপ আরোও বাড়বে বলে ধারনা করছেন। যাত্রী ও যানবাহনের চাপ বাড়লে ফেরির সংখ্যাও বাড়ানো হবে। এছাড়া দৌলতদিয়া প্রান্তে পন্যবাহি ট্রাকের কোন সিরিয়াল নাই। তবে ঢাকা থেকে আজও অনেক যাত্রী ও ছোট গাড়ি আসছে।