Dhaka ১০:৩১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে বিদ্যুতের ১০টি খুঁটি হেলে পড়েছে পানিতে

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৬:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০
  • / ১৪০৭ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চন্দনী বিল ব্রিজের কাছে দৌলতদিয়াÑকুষ্টিয়া মহাসড়কের পাশে বিদ্যুতের ১০টি খুঁটি হেলে পড়েছে। তবে বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, খুঁটিগুলো নির্মাণাধীন। কোনোটিতেই সংযোগ নেই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দৌলতদিয়াÑকুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে চন্দন  বিলের ব্রিজ থেকে পিয়ারুর পুকুর পর্যন্ত ১০টি খুঁটি হেলে পড়ে আছে। এর মধ্যে সাতটি খুঁটি সম্পূর্ণ পানিতে এবং তিনটি আংশিক হেলে পড়ে আছে। সেখানে উপস্থিত মনসের আলী জানান, আম্পান ঝড়ের দিন খুঁটিগুলো হেলে পড়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকলেও তারা ভয়ে আছেন। তাছাড়া তার দুটি ও পিয়ারুর  দুটি মোট  চারটি  পুকুরে পড়েছে খুঁটিগুলো। পুকুরে বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ আছে। তাদেরকে খাবার দিতে হয়। কিন্তু খুঁটিগুলো পড়ে থাকার কারণে মাছকে খাওয়াতে পারছেন না।

রাজবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান জানান, মহাসড়কের দুপাশে পিডিবি ও পল্লী বিদ্যুতের উভয়ের খুঁটি  রয়েছে। হেলে পড়া খুঁটিগুলো কাদের তা তিনি জানেন না। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন।

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক কামরুল হোসেন গোলদার জানান, হেলে পড়া খুঁটিগুলো পলœী বিদ্যুতের। সেগুলো নির্মাণাধীন। এখনও সংযোগ দেয়া হয়নি। ঠিকাদার  তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেনি। যেহেতু হেলে পড়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান সেগুলো মেরামত করবে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে বিদ্যুতের ১০টি খুঁটি হেলে পড়েছে পানিতে

প্রকাশের সময় : ০৬:৩১:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মে ২০২০

জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের চন্দনী বিল ব্রিজের কাছে দৌলতদিয়াÑকুষ্টিয়া মহাসড়কের পাশে বিদ্যুতের ১০টি খুঁটি হেলে পড়েছে। তবে বিদ্যুৎ কর্তৃপক্ষ জানিয়েছে, খুঁটিগুলো নির্মাণাধীন। কোনোটিতেই সংযোগ নেই।

সরেজমিনে গিয়ে দেখা যায়, দৌলতদিয়াÑকুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের উত্তর পাশে চন্দন  বিলের ব্রিজ থেকে পিয়ারুর পুকুর পর্যন্ত ১০টি খুঁটি হেলে পড়ে আছে। এর মধ্যে সাতটি খুঁটি সম্পূর্ণ পানিতে এবং তিনটি আংশিক হেলে পড়ে আছে। সেখানে উপস্থিত মনসের আলী জানান, আম্পান ঝড়ের দিন খুঁটিগুলো হেলে পড়েছে। বিদ্যুৎ সংযোগ না থাকলেও তারা ভয়ে আছেন। তাছাড়া তার দুটি ও পিয়ারুর  দুটি মোট  চারটি  পুকুরে পড়েছে খুঁটিগুলো। পুকুরে বিভিন্ন প্রজাতির প্রচুর মাছ আছে। তাদেরকে খাবার দিতে হয়। কিন্তু খুঁটিগুলো পড়ে থাকার কারণে মাছকে খাওয়াতে পারছেন না।

রাজবাড়ী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান জানান, মহাসড়কের দুপাশে পিডিবি ও পল্লী বিদ্যুতের উভয়ের খুঁটি  রয়েছে। হেলে পড়া খুঁটিগুলো কাদের তা তিনি জানেন না। বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন।

রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ব্যবস্থাপক কামরুল হোসেন গোলদার জানান, হেলে পড়া খুঁটিগুলো পলœী বিদ্যুতের। সেগুলো নির্মাণাধীন। এখনও সংযোগ দেয়া হয়নি। ঠিকাদার  তাদের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেনি। যেহেতু হেলে পড়েছে। ঠিকাদারী প্রতিষ্ঠান সেগুলো মেরামত করবে।