বালিয়াকান্দিতে হতদরিদ্রদের জন্য বিএনপির ঈদ উপহার
- প্রকাশের সময় : ০৭:২২:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২০
- / ১৩৪৩ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইনঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা বিএনপির উদ্যোগে ১ হাজার অসহায় হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার দেয়া হয়েছে।
শনিবার সকালে উপজেলার নারুয়া বাজারে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তৌফিক এলাহী কবিরের সার্বিক সহযোগিতায় এ ঈদ উপহার বিতরণ করা হয়।
এর আগে গতকাল উপজেলার বিভিন্ন ইউনিয়নে অসহায়দের মাঝে এ ঈদ উপহার বিতরণ করেন উপজেলা বিএনপি ও ছাত্রদল নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ ওহাব মন্ডল, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা মন্ডলীর সদস্য আলমগীর হোসেন মোল্লা, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক তুহিনুর রহমান, নারুয়ার সাবেক মেম্বর সিদ্দিকুর রহমান প্রমূখ।
জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক তুহিনুর রহমান বলেন, ছাত্রদলের তত্ত্বাবধানে রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি তৌফিক এলাহী কবিরের সার্বিক সহযোগিতায় উপজেলার ১ হাজার জন হতদরিদ্রদের মাঝে ঈদ উপহার দিয়েছেন। এর অাগে করোনা ভাইরাসে অসহায় হয়ে পড়া কয়েকশ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন এবং উপজেলার বিভিন্ন হাট বাজারে জীবানুনাশক ওষুধ ছিটিয়েছেন। এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।