বালিয়াকান্দিতে কৃষকের কাছ থেকে ধান ও গম সংগ্রহ উদ্বোধন
- প্রকাশের সময় : ০৬:০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২০
- / ১৩৯৬ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর বালিয়াকান্দিতে মঙ্গলবার বিকেলে উন্মুক্ত লটারীর মাধ্যমে কৃষক নির্বাচন করে সরাসরি কৃষকের কাছ থেকে ধান ও গম সংগ্রহ উদ্বোধন করা হয়েছে। উপজেলার নলিয়া জামালপুর খাদ্য গুদামে ধান ও গম সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা, জামালপুর ইউপি চেয়ারম্যান মো. ইউনুছ আলী সরদার, উপজেলা কৃষি অফিসার সাখাওয়াত হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জাহিদুল ইসলাম, নলিয়া গ্রাম খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফায়াত হোসেন প্রমুখ।
৯০১জন কৃষকের মধ্যে থেকে লটারীর মাধ্যমে ১০৩জন কৃষক নির্বাচন করা হয়। এ বছর উপজেলায় ৬৩৬ মেট্রিক টন গম ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চলতি বোরো মৌসুমে সরকার প্রতি কেজি ধানের দাম ২৬ টাকা ও প্রতি কেজি গমের দাম ২৮ টাকা করে নির্ধারণ করেছে।