বালিয়াকান্দিতে অগ্নিকান্ডে ৫ গবাদি পশুর মৃত্যু

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 06:11:47 pm, Sunday, 17 May 2020
- / 1456 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন॥ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ভাটিখালকুলা গ্রামের কৃষক রবিয়াল শেখের বাড়িতে শনিবার দিবাগত রাতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে একটি গরু ও চারটি ছাগল দগ্ধ হয়ে মারা যায়। ভস্মিভূত হয়েছে ঘরটিও।
বকুল শেখ জানান, রাত দুইটার দিকে প্রতিবেশিদের চিৎকারে ঘুম থেকে জেগে দেখেন তার গোয়ালঘরে আগুন জ্বলছে। এলাকাবাসী দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে গোয়াল ঘর ও ঘরে থাকা একটি গরু, চারটি ছাগল ভস্মিভূত হয়। এতে তার দুই লক্ষাধিক টকার ক্ষতি হয়েছে। তার ধারণা গোয়ালঘরে থাকা মশার কয়েল থেকে অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।
বালিয়াকান্দি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার ইউসুফ আলী জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে তারা রওনা হয়েছিলেন। পথিমধ্যে খবর পান আগুন নিভে গেছে। এজন্য তারা ফিরে আসেন।
Tag :