বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন ওসি স্বপন মজুমদার
- প্রকাশের সময় : ০৬:১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২০
- / ১৬৯৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ করোনা ভাইরাস প্রকোপের দুঃসময়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার। সম্পূর্ণ ব্যক্তি উদ্যোগে রাজবাড়ী সদর থানা এলাকার কর্মহীন দুস্থদের বাড়িতে বাড়িতে গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন তিনি। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, আলু, মিষ্টি কুমড়া ও সরিষার তেল। ইতিপূর্বে করোনা ভাইরাস সংক্রমণের শুরুর দিকে সদর থানা এলাকার বিভিন্ন গ্রামে গ্রামে গিয়ে মানুষকে সচেতন করে তোলার কাজও করেছেন।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, করোনা ভাইরাস প্রকোপে সবচেয়ে বেশি কষ্টে আছেন নি¤œ মধ্যবিত্তরা। যারা কর্মহীন হয়ে মানবেতর জীবনযাপন করছেন। লোকলজ্জায় কারো কাছে তারা কিছু চাইতেও পারছেনা। এমতাবস্থায় তারা যাতে খাদ্য সংকটে না ভোগে আবার কারো কাছে হাতও না পাততে হয়। সেলক্ষ্যে নীরবে একটি তালিকা তৈরি করে মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্যসামগ্রী পৌছে দিচ্ছেন।