রাজবাড়ীতে আরও একজনের করোনা পজিটিভ
- প্রকাশের সময় : ০১:৩১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২০
- / ১৪৫৪ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে আরও একজনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। মঙ্গলবার সকালে তাকে রাজবাড়ী সদর কভিড-১৯ হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করা হয়। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা হলো ১৪ জন। নতুন আক্রান্ত রোগী রাজবাড়ী শহরের ৩ নং বেড়াডাঙ্গা এলাকার বাসিন্দা।
জানা গেছে, ৩০ বছর বয়সী ওই যুবক ঢাকার একটি ডায়াগনস্টিক সেন্টারে চাকরী করেন। সপ্তাহ খানেক আগে তিনি রাজবাড়ীতে আসেন। বিষয়টি জেনে তাকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেয়া হয়। সম্প্রতি তার করোনার উপসর্গ দেখা দিলে রাজবাড়ী সদর হাসপাতাল কর্তৃপক্ষ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠায়। মঙ্গলবার তার রিপোর্ট পজিটিভ আসার পর রাজবাড়ী জেলা স্বাস্থ্য বিভাগ ও সদর থানার পুলিশ তাকে বেড়াডাঙ্গার বাড়ি থেকে রাজবাড়ী সদরের ২০ শয্যা বিশিষ্ট কভিড-১৯ হাসপাতালে পাঠায়।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. নুরুল ইসলাম জানান, গত সপ্তাহে ৩৮ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়। এদের মধ্যে একজনের রিপোর্ট পজিটিভ এসেছে। এপর্যন্ত রাজবাড়ীতে মোট ১৪ জন করোনায় আক্রান্ত হয়েছে। যাদের মধ্যে আটজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে। বাকী ছয়জন রাজবাড়ী কভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি আরও জানান, করোনার চিকিৎসার জন্য রাজবাড়ীতে দুটি করোনা হাসপাতাল করা হয়েছে। একটি রাজবাড়ীতে অন্যটি কালুখালীতে।