পাংশায় বিপুল পরিমাণ গাঁজা ও ফেনসিডিলসহ গ্রেপ্তার ২
- প্রকাশের সময় : ০৮:৫৬:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
- / ১৭৮৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল বৃহস্পতিবার সকালে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ীর পাংশা উপজেলার মাছপাড়া ইউনিয়নের শিহড় এলাকা থেকে ৪৪ কেজি গাঁজা ও ১৬৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নতুন হাউলি গ্রামের ইকরামুল মল্লিকের ছেলে হানিফ মল্লিক ও রাজবাড়ীর কালুখালী উপজেলার বোয়ালিয়া গ্রামের আমানত বিশ্বাসের ছেলে আব্দুল্লাহ বিশ্বাস। এসময় তাদের ব্যবহৃত একটি মিনি পিক আপ জব্দ করা হয়।
র্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক সহকারী পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পাংশার মাছপাড়া ইউনিয়নের শিহর এলাকায় চেকপোস্ট বসিয়ে মিস্টি কুমড়াবাহী একটি পিকআপ আটক করে তল্লাশী চালানো হলে গাঁজা ও ফেনসিডিল বেরিয়ে পড়ে। এসময় দুজনকে আটক করা হয়। তাদেরকে পাংশা থানায় হস্তান্তর করে মাদক আইনে মামলা করা হয়েছে।