রাজবাড়ীতে জুতা ব্যবসায়ীর ২০ হাজার টাকা জরিমানা

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 08:53:47 pm, Thursday, 30 April 2020
- / 1408 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ লকডাউনের মধ্যে দোকানের ভেতরে ক্রেতা রেখে জুতা বিক্রির দায়ে গতকাল বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী শহরের নিউ আরেফিন সু হাউসের মালিক আশরাফ আলীকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রাজবাড়ীর নেজারত ডেপুটি কালেক্টর নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
তিনি জানান, জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী রাজবাড়ীতে লকডাউন চলছে। এসময়ে রাজবাড়ী বাজারের খাদ্য সামগ্রী ও ওষুধের দোকান ব্যতীত সকল ধরনের দোকান বন্ধের নির্দেশনা দেয়া আছে। কিন্তু কিছু ব্যবসায়ী লকডাউন না মেনে দোকান খোলা রাখছে। নিউ আরিফিন সু হাউজজের ভেতরে ক্রেতা রেখে জুতা বিক্রির দায়ে দোকান মালিক আশরাফ আলীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড দেয়া হয়েছে।
Tag :