Dhaka ১০:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে অপঘাতে ৩ ব্যক্তির মৃত্যু

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০
  • / ১৩৯৪ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে শনিবার পৃথক ঘটনায় পানিতে ডুবে দুইজন এবং কীটনাশক পানে একজনের মৃত্যু হয়েছে। তারা হলেন সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের আজিমুদ্দিনের ছেলে রাজ্জাক মন্ডল (৩৫), বরাট ইউনিয়নের এলাইল গ্রামের খোরশেদ আলমের ছেলে জহির শেখ (৪৪) ও বসন্তপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে সেলিম মোল্লা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজ্জাক মন্ডল পদ্মা নদীতে জেলেদের সাথে মাছ ধরতেন। শনিবার ভোরের দিকে সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় তিনি নদীতে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। সকাল আটটার দিকে রাজবাড়ী ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
অপরদিকে বরাট ইউনিয়নের এলাইল গ্রামের কৃষক জহির শেখ পুকুরে গোসল করতে নেমে ডুবে যান। পরে স্থানীয় লোকজন তার মৃতদেহ উদ্ধার করে।
এছাড়া একই উপজেলার বসন্তপুর ইউনিয়নের খালিসা সোনাপুর গ্রামে সেলিম মোল্লা কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জের ধরেই তিনি আত্মহত্যা করেন।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। এব্যাপারে পৃথক তিনটি ইউডি মামলা হয়েছে।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে অপঘাতে ৩ ব্যক্তির মৃত্যু

প্রকাশের সময় : ০৭:৫০:১৫ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে শনিবার পৃথক ঘটনায় পানিতে ডুবে দুইজন এবং কীটনাশক পানে একজনের মৃত্যু হয়েছে। তারা হলেন সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হাটবাড়িয়া গ্রামের আজিমুদ্দিনের ছেলে রাজ্জাক মন্ডল (৩৫), বরাট ইউনিয়নের এলাইল গ্রামের খোরশেদ আলমের ছেলে জহির শেখ (৪৪) ও বসন্তপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে সেলিম মোল্লা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, রাজ্জাক মন্ডল পদ্মা নদীতে জেলেদের সাথে মাছ ধরতেন। শনিবার ভোরের দিকে সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকায় পদ্মা নদীতে মাছ ধরার সময় তিনি নদীতে পড়ে গিয়ে আর উঠতে পারেননি। সকাল আটটার দিকে রাজবাড়ী ফায়ার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।
অপরদিকে বরাট ইউনিয়নের এলাইল গ্রামের কৃষক জহির শেখ পুকুরে গোসল করতে নেমে ডুবে যান। পরে স্থানীয় লোকজন তার মৃতদেহ উদ্ধার করে।
এছাড়া একই উপজেলার বসন্তপুর ইউনিয়নের খালিসা সোনাপুর গ্রামে সেলিম মোল্লা কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন। পারিবারিক কলহের জের ধরেই তিনি আত্মহত্যা করেন।
রাজবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। এব্যাপারে পৃথক তিনটি ইউডি মামলা হয়েছে।