গান গেয়ে করোনা ভাইরাস নিয়ে মানুষকে সচেতন করছে শিশু শিল্পী নুর
- প্রকাশের সময় : ০৭:৩৪:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০
- / ১৪৫৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ঃকরোনা ভাইরাস বিষয়ে এখনও সচেতন হয়নি অনেক মানুষ। তাই রাজবাড়ীর বিভিন্ন গ্রামে গান গেয়ে মানুষকে সচেতন করছে ১১ বছর বয়সী শিশু শিল্পী নুর। যে খ্যাপা নুর বলেই অধিক পরিচিত। নুর রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে। আলাদীপুর আপন শিল্পী গোষ্ঠির একজন সদস্য সে। গানটির গীতিকার ও সুরকার নুরের বাবা আব্দুল মান্নান।
রাজবাড়ী আলাদিপুর আপন শিল্প গোষ্ঠীর প্রতিষ্ঠাতা সভাপতি মোয়াজ্জেম হোসেন মজনু জানান, তার দলের শিশু শিল্পী নুর রাজবাড়ীতে খ্যাপা নুর নামে পরিচিত। সে খুবই ভাল গান গায়। বর্তমানে করোনা ভাইরাসের কাছে সবাই অসহায় হয়ে পড়েছে এবং এখনও জনগণ এ রোগ সম্পর্কে সচেতন নয়। যে কারণে শিশু শিল্পী খ্যাপা নুর গানের মাধ্যমে সবাইকে সচেতন করার চেষ্টা করছে। গানটিতে জনগণকে সচেতন করতে পুরো দিক তুলে ধরা হয়েছে। শুধু করোনা ভাইরাসই নয়। যে কোন দুর্যোগে সে সুর ও গানের মাধ্যমে জনগণের পাশে দাঁড়াতে চায়।