Dhaka ১১:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে কঠোর প্রশাসন। রাস্তায় বাঁশের বেড়া

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০
  • / ১৩৯৯ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে সামাজিক দূরত্ব মানাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। শহরের বিভিন্ন রাস্তায় বাঁশের বেড়া দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
দুদিন আগে করোনা আক্রান্ত এক নারী ঢাকা থেকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর গ্রামে আসার পর ওই গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রাম লকডাউন করা হয়। নারায়ণগঞ্জ থেকে বিনোদপুর গ্রামে আসা নিবিড় ব্যাপারীকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে শহরের বিভিন্ন রাস্তায় বাঁশের বেড়া দেয়া হয়েছে। কাঁচাবাজার ও মুদিদোকানগুলোকে দুপুর তিনটার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ওষুধের দোকান ছাড়া শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান তিনটার মধ্যে বন্ধ হয়ে গেছে।
এদিকে ঢাকা থেকে রাজবাড়ীতে আসা ওই নারী ও তার স্বামীকে চিকিৎসার জন্য পুনরায় ঢাকায় পাঠানো হয়েছে।
জেলা পুলিশের সদস্যরা কঠোর নজরদারিতে রয়েছেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে কঠোর প্রশাসন। রাস্তায় বাঁশের বেড়া

প্রকাশের সময় : ০৫:৫৫:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২০

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে সামাজিক দূরত্ব মানাতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। শহরের বিভিন্ন রাস্তায় বাঁশের বেড়া দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে।
দুদিন আগে করোনা আক্রান্ত এক নারী ঢাকা থেকে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর গ্রামে আসার পর ওই গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রাম লকডাউন করা হয়। নারায়ণগঞ্জ থেকে বিনোদপুর গ্রামে আসা নিবিড় ব্যাপারীকে হোমকোয়ারেন্টাইনে রাখা হয়েছে। সামাজিক দূরত্ব বজায় রাখতে শহরের বিভিন্ন রাস্তায় বাঁশের বেড়া দেয়া হয়েছে। কাঁচাবাজার ও মুদিদোকানগুলোকে দুপুর তিনটার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। ওষুধের দোকান ছাড়া শহরের সব ব্যবসা প্রতিষ্ঠান তিনটার মধ্যে বন্ধ হয়ে গেছে।
এদিকে ঢাকা থেকে রাজবাড়ীতে আসা ওই নারী ও তার স্বামীকে চিকিৎসার জন্য পুনরায় ঢাকায় পাঠানো হয়েছে।
জেলা পুলিশের সদস্যরা কঠোর নজরদারিতে রয়েছেন।