বালিয়াকান্দিতে দুস্থদের জন্য ১ লাখ টাকা দিলেন মুক্তিযোদ্ধারা

সংবাদদাতা-
- প্রকাশের সময় : 07:23:16 pm, Sunday, 5 April 2020
- / 1607 জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়েছে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ।
রোববার উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মতিন ফেরদৌস দুস্থদের সহযোগিতার জন্য উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের হাতে নগদ এক লক্ষ টাকা তুলে দেন। এসময় মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব গোলাম রহমান মিঞা, উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হান্নান মোল্যা, ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল হোসেন খান, মুক্তিযোদ্ধা শেখ মো. আজিজুমদ্দিন, আব্দুল মমিন, মোকলেছুর রহমান দুলাল, সিরাজুল ইসলাম, লিয়াকত আলী, খায়রুল বাশার খান প্রমুখ উপস্থিত ছিলেন।
Tag :