Dhaka ১১:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ

দৈনিক জনতার আদালত পত্রিকার উদ্যোগে প‌ত্রিকা বিক্রেতাদের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৫:৫৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০
  • / ১৪৫৬ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইনঃ ক‌রোনা ভাইরা‌সের প্রভা‌বে প্রায় কর্মহীন হ‌য়ে পড়া রাজবাড়ী‌ পত্রিকা বিক্রেতাদের মা‌ঝে দৈনিক জনতার আদালতের উদ্যোগে শনিবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জনতার অাদালত প‌ত্রিকা কার্যাল‌য়ে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক সৌমিত্র শীল চন্দন।
শহ‌রের ১৪ জন পত্রিকা বিক্রেতার প্র‌ত্যেক‌কে ১০ কে‌জি চাল, ১ কে‌জি চাল, ১ লিটার তেল, ২ কে‌জি অালু ও এক‌টি ক‌রে সাবান দেওয়া হয়।

প‌ত্রিকার সম্পাদক ও‌ কৃষকলীগ নেতা নূ‌রে অালম সি‌দ্দিকী হক বলেন, প্রাণঘাতি ক‌রোনা ভাইরা‌সের থাবায় এখন সবার ম‌ধ্যে অাতঙ্ক বিরাজ কর‌ছে। পাশাপা‌শি কর্মহীন হ‌য়ে অসহায় হ‌য়ে প‌ড়ে‌ছেন প্রায় সব শ্রেণি-‌পেশার মানুষ। সাধারণত যারা দিনে এ‌নে দি‌নে খায় এমন মানুষ স‌বে‌চে‌য়ে বে‌শি অসহায়। এমন সময় তি‌নি অসহায় মানু‌ষের পা‌শে দাঁড়া‌নোর চেষ্টা কর‌ছেন। যার ধারাবা‌হিকতায় শহ‌রের ১৪ জন প‌ত্রিকা বিক্রেতাকে কিছু খাদ্য সামগ্রী দি‌য়েছেন। এমন দুঃসম‌য়ে খে‌টে খাওয়া ও‌ অসহায় মানু‌ষের পা‌শে সমা‌জের বিত্তবানসহ সবাই‌কে এ‌গি‌য়ে অাসার অাহ্বান জানান তিনি।
এরঅা‌গেও তি‌নি অসহায়‌দের সহ‌যো‌গিতা ক‌রে‌ছেন এবং সামর্থ্য অনুযায়ী এ দূ‌র্যোগকালীন সম‌য়ে সহ‌যো‌গিতা অব্যাহত রাখ‌বেন।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

দৈনিক জনতার আদালত পত্রিকার উদ্যোগে প‌ত্রিকা বিক্রেতাদের মা‌ঝে খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশের সময় : ০৫:৫৯:২৫ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০

জনতার আদালত অনলাইনঃ ক‌রোনা ভাইরা‌সের প্রভা‌বে প্রায় কর্মহীন হ‌য়ে পড়া রাজবাড়ী‌ পত্রিকা বিক্রেতাদের মা‌ঝে দৈনিক জনতার আদালতের উদ্যোগে শনিবার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
জনতার অাদালত প‌ত্রিকা কার্যাল‌য়ে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন পত্রিকার নির্বাহী সম্পাদক সৌমিত্র শীল চন্দন।
শহ‌রের ১৪ জন পত্রিকা বিক্রেতার প্র‌ত্যেক‌কে ১০ কে‌জি চাল, ১ কে‌জি চাল, ১ লিটার তেল, ২ কে‌জি অালু ও এক‌টি ক‌রে সাবান দেওয়া হয়।

প‌ত্রিকার সম্পাদক ও‌ কৃষকলীগ নেতা নূ‌রে অালম সি‌দ্দিকী হক বলেন, প্রাণঘাতি ক‌রোনা ভাইরা‌সের থাবায় এখন সবার ম‌ধ্যে অাতঙ্ক বিরাজ কর‌ছে। পাশাপা‌শি কর্মহীন হ‌য়ে অসহায় হ‌য়ে প‌ড়ে‌ছেন প্রায় সব শ্রেণি-‌পেশার মানুষ। সাধারণত যারা দিনে এ‌নে দি‌নে খায় এমন মানুষ স‌বে‌চে‌য়ে বে‌শি অসহায়। এমন সময় তি‌নি অসহায় মানু‌ষের পা‌শে দাঁড়া‌নোর চেষ্টা কর‌ছেন। যার ধারাবা‌হিকতায় শহ‌রের ১৪ জন প‌ত্রিকা বিক্রেতাকে কিছু খাদ্য সামগ্রী দি‌য়েছেন। এমন দুঃসম‌য়ে খে‌টে খাওয়া ও‌ অসহায় মানু‌ষের পা‌শে সমা‌জের বিত্তবানসহ সবাই‌কে এ‌গি‌য়ে অাসার অাহ্বান জানান তিনি।
এরঅা‌গেও তি‌নি অসহায়‌দের সহ‌যো‌গিতা ক‌রে‌ছেন এবং সামর্থ্য অনুযায়ী এ দূ‌র্যোগকালীন সম‌য়ে সহ‌যো‌গিতা অব্যাহত রাখ‌বেন।