Dhaka ০১:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ

রাজবাড়ীতে মাঠে নেমেছে সেনা, রাস্তাঘাট ফাঁকা

সংবাদদাতা-
  • প্রকাশের সময় : ০৭:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০
  • / ১৪৯৬ জন সংবাদটি পড়েছেন

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে মাঠে নেমেছে সেনাবাহিনী। রাস্তা ঘাট এখন কার্যত ফাঁকা। করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এসেছে বিভিন্ন সংস্থা ও সংগঠন।
বৃহস্পতিবার রাজবাড়ীতে হাটের দিন। অন্য দিনের তুলনায় এদিনে জনসমাগম অনেক বেশি হয়। গতকাল এই দিনটিতে শহর একদম ফাঁকা ছিল। বন্ধ সব দোকানপাট। সেনাবাহিনী মাঠে নেমেছে বুধবার বিকেলেই। পাশাপাশি পুলিশের কড়া নজরদারি। কাঁচাবাজারে মানুষের পদচারণা থাকলেও কোলাহাল নেই। শহরের প্রাণকেন্দ্র রেলগেট এলাকায় ছিলনা কোনো মানুষ।
এদিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও রাস্তা ঘাটে রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটিয়েছেন। জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার হ্যান্ড স্যানিটাইাজার বিতরণ কার্যক্রম চলছে। বয়োবৃদ্ধদের সহায়তায় খাদসামগ্রী পৌছে দেয়া হচ্ছে বাড়ি বাড়ি।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, রাজবাড়ীতে ৫৮৭ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন ৫১ জন। সদর হাসপাতালে ১০ শয্যার আইসোলেশন কর্ণার খোলা হয়েছে। তবে চিকিৎসা সেবায় পর্যাপ্ত পারসোন্যাল প্রটেকটিভ ইকুইপমেন্ট ও লজিষ্টিক সাপোর্ট নেই বলে জানান তিনি।

Tag :

সংবাদটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন-

রাজবাড়ীতে মাঠে নেমেছে সেনা, রাস্তাঘাট ফাঁকা

প্রকাশের সময় : ০৭:২১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২০

জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীতে মাঠে নেমেছে সেনাবাহিনী। রাস্তা ঘাট এখন কার্যত ফাঁকা। করোনা ভাইরাস প্রতিরোধে সাধারণ মানুষের সাহায্যে এগিয়ে এসেছে বিভিন্ন সংস্থা ও সংগঠন।
বৃহস্পতিবার রাজবাড়ীতে হাটের দিন। অন্য দিনের তুলনায় এদিনে জনসমাগম অনেক বেশি হয়। গতকাল এই দিনটিতে শহর একদম ফাঁকা ছিল। বন্ধ সব দোকানপাট। সেনাবাহিনী মাঠে নেমেছে বুধবার বিকেলেই। পাশাপাশি পুলিশের কড়া নজরদারি। কাঁচাবাজারে মানুষের পদচারণা থাকলেও কোলাহাল নেই। শহরের প্রাণকেন্দ্র রেলগেট এলাকায় ছিলনা কোনো মানুষ।
এদিকে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও রাস্তা ঘাটে রাজবাড়ী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মীরা ব্লিচিং পাউডার মিশ্রিত পানি ছিটিয়েছেন। জেলা পুলিশের উদ্যোগে ১০ হাজার হ্যান্ড স্যানিটাইাজার বিতরণ কার্যক্রম চলছে। বয়োবৃদ্ধদের সহায়তায় খাদসামগ্রী পৌছে দেয়া হচ্ছে বাড়ি বাড়ি।
রাজবাড়ীর সিভিল সার্জন ডা. মো. নুরুল ইসলাম জানান, রাজবাড়ীতে ৫৮৭ জন বিদেশ ফেরতকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। হোম কোয়ারেন্টিন মুক্ত হয়েছেন ৫১ জন। সদর হাসপাতালে ১০ শয্যার আইসোলেশন কর্ণার খোলা হয়েছে। তবে চিকিৎসা সেবায় পর্যাপ্ত পারসোন্যাল প্রটেকটিভ ইকুইপমেন্ট ও লজিষ্টিক সাপোর্ট নেই বলে জানান তিনি।