করোনা ভাইরাস সচেতনতায় রাজবাড়ী সদর থানার উদ্যোগে লিফলেট বিতরণ
- প্রকাশের সময় : ০৮:৫৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২০
- / ১৬৫৫ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন । ।
” পুলিশই জনতা, জনতাই পুলিশ” এই স্লোগানকে সামনে রেখে রাজবাড়ী সদর থানা পুলিশ ও কমিউনিটি পুলিশিং ফোরাম এর উদ্যোগে প্রাণঘাতি করোনা ভাইরাস বিষয়ে জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ শুরু করেছে।
রোববার বিকালে সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরাম ও থানা পুলিশ মিজানপুর ইউনিয়নের চরণারায়নপুর বাজারসহ বিভিন্ন স্থানে এ লিফলেট বিতরণ করেন।
এ সময় চায়ের স্টোলে টিভি বন্ধ রাখাসহ চা খাওয়ার পরে সমাগম না করতে এবং জনসমাগম করলে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানানো হয়। এছাড়া বিদেশ থেকে কেউ অাসলে নূন্যতম ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক ও তাদের বিষয়ে পুলিশকে জানানোর অনুরোধ করেন সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার।
তিনি বলেন, প্রানঘাতি করোনা ভাইরাস সারা বিশ্বের মত বাংলাদেশে সংক্রমিত হচ্ছে। ক্রমেই বিপদজনক হয়ে উঠছে ভাইরাসটি। এখনই এ ভাইরাস সম্পর্কে সবাই সচেতন না হলে মহামারি অাকার ধারন করতে পারে। ফলে জনগনকে সচেতন করতে বিভিন্ন হাট-বাজারে গিয়ে কমিউনিটি পুলিশিং ফোরামের সদস্যদের নিয়ে লিফলেট বিতরণ করছেন। এছাড়া মৌখিক ভাবে সবাইকে সচেতন করছেন। এ ভাইরাসের কোন ওষুধ এখনো অাবিষ্কার হয়নি, তাই সচেতনতাই মুল ওষুধ।
এসময় সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক অাব্দুর রহিম মোল্লা উপস্থিত ছিলেন।