পাংশায় কোচিং চলাকালে স্কুলশিক্ষককে জরিমানা
সংবাদদাতা-
- প্রকাশের সময় : ০৭:৪৪:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
- / ১৩৬৭ জন সংবাদটি পড়েছেন
জনতার আদালত অনলাইন ॥ রাজবাড়ীর পাংশায় বৃহস্পতিবার সকালে কোচিং চলাকালে স্কুল শিক্ষক আবু হেনাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি পাংশা সরকারি জজ পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক ও পৌর এলাকার নারায়ণপুর গ্রামের বাসিন্দা।
পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, করোনা ভাইরাসের প্রদুর্ভাবের কারণে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কোচিং সেন্টারও বন্ধ ঘোষণা করা হয়েছে। সরকারি নির্দেশ অমান্য করে আবু হেনা তার নিজ বাড়িতে ২০/২৫ জন ছাত্র ছাত্রী নিয়ে কোচিং করাচ্ছিলেন। সকাল ১০টার দিকে অভিযানে নেমে তাকে কোচিং করাতে দেখে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়। নির্দিষ্ট সময় পর্যন্ত তাদের এ অভিযান অব্যাহত থাকবে।
Tag :